ঢাকাবুধবার , ১৯ জুন ২০২৪

ঈদের ২য় দিনে দেওয়া কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ

নিজস্ব প্রতিবেদক
জুন ১৯, ২০২৪ ২:১১ অপরাহ্ণ । ১৫৬ জন

ঈদের ২য় দিনে দেওয়া কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএনসিসি।

ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার (১৮ জুন) ঈদের ২য় দিনে বিকাল ৫টা পর্যন্ত ৯২৭ ট্রিপে মোট ৪০০৯ (চার হাজার নয়) মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়।

উল্লেখ্য, এর আগে ঈদের দিন দুপুর ২টা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে রাত ৮টায় নির্ধারিত ৬ ঘন্টায় সবগুলো ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন করে ডিএনসিসি। ডিএনসিসির সবগুলো ওয়ার্ড থেকে ঈদের দিন রাত ৮টা পর্যন্ত ২১০১ ট্রিপে প্রায় ১০৩৭৪ (দশ হাজার তিনশত চুয়াত্তর) মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে।