ঢাকাশনিবার , ২৭ জুলাই ২০২৪
  • অন্যান্য

আজারবাইজানে হেড অব ডেলিগেশন রিট্রিট

উন্নত বিশ্বের প্রতি জলবায়ু অর্থায়ন নিশ্চিতের আহ্বান পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৭, ২০২৪ ১২:০৫ অপরাহ্ণ । ৬৭ জন

উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়নের সহজলভ্যতা নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে বলে জানিয়েছে পরিবেশমন্ত্রী। এই তহবিলগুলোর বরাদ্দ ও বণ্টনে আরো স্বচ্ছতার প্রয়োজনীয়তা তুলে ধরে মন্ত্রী বলেন, সেগুলো যেন উদ্দিষ্ট জলবায়ু কার্যক্রম বাস্তবায়ন করতে পারে তা নিশ্চিত করতে হবে।

শামাখি, অ্যাজারবাইজানে অনুষ্ঠানরত দুই দিনের হেড অব ডেলিগেশন রিট্রিট প্রোগ্রামের প্রথম দিনে (২৬ জুলাই) তার বক্তৃতায় পরিবেশমন্ত্রী এই কথা বলেন।

মন্ত্রী নতুন সম্মিলিত পরিমাণগত লক্ষ্য জলবায়ু অর্থায়ন প্রণয়নে স্বল্পোন্নত দেশ এবং ছোট দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্রের জরুরি প্রয়োজনের বিষয়টি বিবেচনা করার ওপর জোর দেন। তিনি একটি স্পষ্ট জলবায়ু অর্থায়নের সংজ্ঞা চূড়ান্ত করার প্রয়োজনীয়তায় জোর দেন, যাতে এটি ব্যাপকভাবে অভিযোজন, প্রশমন এবং লস অ্যান্ড ড্যামেজের বিষয়গুলো অন্তর্ভুক্ত করে।