ঢাকামঙ্গলবার , ৬ আগস্ট ২০২৪
  • অন্যান্য

ঋণের ব্যাপারে বাংলাদেশের পরিস্থিতি মূল্যায়ন করছে বিশ্ব ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৬, ২০২৪ ১২:০৪ অপরাহ্ণ । ১৩১ জন

ঋণ প্রদানের ক্ষেত্রে বাংলাদেশে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রভাব মূল্যায়ন করা হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব ব্যাংক। গতকাল সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করে শেখ হাসিনার দেশ ত্যাগের পর বাংলাদেশকে ঋণ প্রদান সংক্রান্ত বিশ্ব ব্যাংকের এ বিবৃতির কথা জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া বিক্ষোভে দমন-পীড়নে কয়েকশ মানুষ নিহত হন। এরপর শেখ হাসিনার পদত্যাগের দাবি তোলে ছাত্র-জনতা।

উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ব ব্যাংকের একজন মুখপাত্র বলেছেন, বাংলাদেশে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সংঘটিত সহিংসতা ও মর্মান্তিক প্রাণহানির জন্য আমরা শোক প্রকাশ করছি এবং দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানের আশা করছি। আমরা বিশ্বব্যাংক গ্রুপের কর্মসূচিতে উদ্ভূত পরিস্থিতির প্রভাব মূল্যায়ন করছি এবং বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্খার প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি।