রাজধানীর ওয়ারীতে সড়ক দুর্ঘটনায় এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। গত (২০ মার্চ ২০২৪) বুধবার দিনগত রাত ১২টার দিকে জয়কালী মন্দির এলাকায় ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু তাহের বাবুল (৬০) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার চনপাড়া বটতলা গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে।
দুর্ঘটনার পর সিএনজি চালককে হাসপাতালে নিয়ে আসা পথচারী সৌরভ খান জানান, ফ্লাইওভারের উপর সিএনজি দুমড়ে-মুচড়ে থাকতে দেখে তিনি এগিয়ে যান। পরে এর ভেতরে চালককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু চিকিৎসক জানান, পথেই তার মৃত্যু হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।