ওষুধের ওপর অতিরিক্ত শুল্ক কর কমাতে সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মেডিকেল এডুকেশন কনফারেন্স রুমে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।
মতবিনিময় সভার আগে এমএজি ওসমানী মেডিকেল কলেজের সব শিক্ষকের সঙ্গে পরিচয়পর্ব শেষে প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন দিক তুলে ধরেন এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী।
বর্তমানে যেসব স্টুডেন্টের জন্য ডামি প্রাকটিসের ‘ডেথ বডি’ না পাওয়ার কথাও তুলে ধরেন তিনি। প্রমোশন সিস্টেমকে ২৫ শতাংশ গ্রেড ওয়ানে উন্নীতকরণে নজর দেয়ার জন্য অনুরোধ করা হয়। যারা ডিপ্লোমা করেন সেখান থেকে জুনিয়র পদবী তুলে দেয়ার অনুরোধ করেন ওসমানী মেডিকেল কলেজের অধ্যাপক মো. ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী।
নার্সিংয়ের বিরাট দ্বার উন্মোচন হয়েছেন সেই সঙ্গে নার্সদের ডিমান্ড বেড়ে গেছে। মেডিকেল ট্রেনিংয়ে শিক্ষকদের অভাব রয়েছে, সেই বিষয়ে নজর দেওয়ার জন্য স্বাস্থ্য উপদেষ্টার কাছে তুলে ধরা হয়। ৯০০ বেডের হাসপাতালে রোগীদের চাপ অনেকটা বেশি থাকায় সামলাতে কষ্ট হচ্ছে। হেলথে ২০১৭ সালে এমআর মেশিন ১৫ কোটির টাকা কেনা হয়। কিন্তু এখনও তার কোনো ব্যবহার হয়নি। এমনও অনেক মেশিন রয়েছে যেগুলো অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। জনগণের সেবায় ব্যবহৃত হচ্ছে না। সেইসব জিনিসপত্র কেনার ক্ষেত্রে আরও নজরদারি বাড়ানোর জন্য মতবিনিময় সভায় অনুরোধ করা হয়।
দায়িত্ব নেয়ার ২ মাসের মধ্যেই মেডিকেল কলেজের ই লাইব্রেরি দু/এক দিনের মধ্যেই চালু করার কথা জানান অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান চৌধুরী। কলেজের সামনে গত ৩ বছর ধরে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত হচ্ছে সব কার্যক্রম। সেই দিকে নজর দেয়ার অনুরোধ জানানো হয়। ওসমানী মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির বক্তব্যে ৩ দফা বন্যায় সেবা ব্যাহত হওয়ার কথা তুলে ধরে যত দ্রুত সময়ের মধ্যে সমাধান করে দেয়ার অনুরোধ জানান।
সংস্কার কমিটির প্রতিবেদনের পর দেশের স্বাস্থ্যসেবা খাতে বিগত বছরগুলোতে দুর্নীতি অনিয়মের সঙ্গে জড়িতদের ব্যাপারে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা মিজ নুরজাহান বেগম।
বিগত সরকারের অনেক জায়গাতে বকেয়া রয়ে গেছে জানিয়ে তিনি বলেন, ‘এসব বকেয়া পরিশোধ না হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে। ওষুধের ওপর অতিরিক্ত শুল্ক কর কমাতে সুপারিশ করা হয়েছে।’