ঢাকাবৃহস্পতিবার , ২১ সেপ্টেম্বর ২০২৩
  • অন্যান্য

কাপড়ে শতভাগ প্রাকৃতিক রং ব্যবহার করা শিখছেন উদ্যোক্তারা

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২১, ২০২৩ ৫:০১ অপরাহ্ণ । ৭৩০ জন

ফেব্রিক্স বা কাপড় ডাইং করতে সম্পূর্ণ প্রকৃতি থেকে প্রাপ্ত উপাদান, যেমন- উদ্ভিদ, প্রাণী, পোকামাকড় এবং খনিজ উৎস ব্যবহার করার প্রক্রিয়াকে বলা হয় ন্যাচারাল ডাইং। সিন্থেটিক ডাই থেকে প্রাপ্ত রাসায়নিক উপাদান পরিবেশ দূষণের জন্য দায়ী এবং স্বাস্থ্যর জন্য ক্ষতিকর। তাই পরিবেশ দূষণ রোধ এবং স্বাস্থ্যবান্ধব পোশাকের জন্য ন্যাচারাল ডাইং এর বিকল্প নাই। কারণ লোহার মরিচা কাপড়ের ডিজাইনে ব্যবহার করা হলে শিশুরা মায়ের কোলে বসে মনের অজান্তে কাপড় কামড়ালে শিশুর পেটে কেমিক্যাল প্রবেশ করে। অথচ কাপড়ে কোন ভেষজ বা প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হলে তা কারো জন্যই ক্ষতিকর নয়।

ভেষজ পদ্ধতিতে ওষধি গাছের বাইরে থেকে বিশেষ প্রক্রিয়ায় নির্যাস বের করে বাটিক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট ,হ্যান্ড পেইন্টসহ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কাপড় প্রিন্ট করা হয়। তার সাথে আরেক নতুন মাত্রা যোগ করেছে হরিতকী। হরিতকীর রয়েছে বিশেষ গুণ যা কোষ্টকাঠিন্য, স্নায়বিক দুর্বলতা, হাপানি, এলার্জি, অধিক ওজনের চিকিৎসায় এবং ত্বক ও চুলের যত্নে ব্যবহৃত হয়। পাশাপাশি কালো মাটি দিয়ে প্রাকৃতিক উপায়ে শতভাগ পরিবেশবান্ধব কাপড় প্রিন্ট করা যায়। যেমন: শাড়ি, থ্রি-পিস, ওয়ানপিস, কুশন কাভার, স্যান্ডেল, বিছানার চাদর, ব্যাগ, ইত্যাদি।

অন্যদিকে, বাংলাদেশের প্রায় সব ফ্যাশন হাউজের পণ্য একই ধরনের। আর ক্রেতারা চান ভিন্নতা, ব্যতিক্রমী ডিজাইন ও পরিবর্তন। তাই তারা ঝুঁকছেন ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড থেকে আসা এবং তুলনামূলক সস্তা পোশাকের দিকে। এসব বিষয় বিবেচনা করে এসএমই ফাউন্ডেশন ‘ন্যাচারাল ডাইং’ প্রশিক্ষণ আয়োজন করা হয়। ১৭-২১ সেপ্টেম্বর ২০২৩ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় ইনস্টিটিউট অব এসএমই ফাউন্ডেশনে আয়োজিত প্রশিক্ষণে ঢাকা, কুমিল্লা, টাঙ্গাইল, দিনাজপুর, বগুড়া, নওগাঁ, ঝিনাইদহের ৩০জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। শতভাগ কেমিক্যালমুক্ত প্রাকৃতিক ভেষজ উপাদান খয়ের, ডালিমের খোসা, পেয়াজ পাতা, বিট, হরিতকী, পান, খাবার হলুদ, বিভিন্ন প্রকার মাটি, চুন, খাবার গুড়, গরুর দুধ, ময়দা বাবলার আঠাসহ নানা ধরনের প্রাকৃতিক উপাদান ব্যবহারের মাধ্যমে সরাসরি দিয়ে কাপড় ডাই করার পদ্ধতি শেখানো হয় প্রশিক্ষণে। প্রশিক্ষণ শেষে সিল্ক স্কার্ফ ও সুতি কাপড়ের ওপর ভিন্ন ধরনের উপাদান দিয়ে ন্যাচারাল ডাইং করে প্রোডাক্ট তৈরি করবেন উদ্যোক্তারা। উল্লেখ্য, ২০২১ সাল ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকা, ফরিদপুর, সিলেট, নাটোর, ঠাকুরগাঁওয়ে ৫টি ‘ন্যাচারাল ডাইং’ প্রশিক্ষণে ১৩৯জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন, যাদের ৯০%-এর বেশি নারী-উদ্যোক্তা।

প্রশিক্ষণের উদেশ্য, মানুষের শরীরের ক্ষতি না করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে, এমন কাপড় প্রিন্ট করা ও কাপড়ে ডাই করা, যা পরিবারের সবার ওষধি হিসেবে ব্যবহার করা যাবে। প্রশিক্ষক ছিলেন টি, গাও কারুশিল্প প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জগদীশ চন্দ্র রায়। তিনি ২০২২ সালে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ১০ম জাতীয় এসএমই পণ্য মেলায় শ্রেষ্ঠ স্টল পুরস্কার বিজয়ী উদ্যোক্তা। তিনি কালো মাটি ও লোহার জং দিয়ে ন্যাচারাল ডাইং করার পদ্ধতির উদ্ভাবক এবং বাংলাদেশে সর্বপ্রথম তিনিই এ বিষয়টি জনপ্রিয় করেন।