ঢাকাবুধবার , ২১ আগস্ট ২০২৪

কাভার্ডভ্যান উল্টে মহাসড়কে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২১, ২০২৪ ২:০৬ অপরাহ্ণ । ১৬ জন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ডভ্যান উল্টে যাওয়ায় তীব্র যানজট তৈরি হয়েছে। এই দুর্ঘটনায় ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট মহাসড়কের মোট ১০ কিলোমিটার এলাকাজুড়ে আটকে আছে শত শত যানবাহন। আজ (২১ আগষ্ট) বুধবার সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত এই প্রতিবেদন লেখা অবস্থায় যানজট দেখা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ পরিদর্শক এ কে এম শরফুদ্দিন।

পুলিশ জানায়, সোনারগাঁও এলাকায় চট্টগ্রামমুখী লেনে কাভার্ডভ্যান উলটে যাওয়ায় যানজট তৈরি হয়। বর্তমানে মহাসড়কের চিটাগাং রোড থেকে মদনপুর, কেওঢালা থেকে লাঙ্গলবন্ধ পর্যন্ত যানজট রয়েছে। অন্যদিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাচপুর থেকে বরপা পর্যন্ত উভয় লেনে তীব্র যানজট রয়েছে।

সরেজমিনে জানা গেছে, তীব্র যানজটের কারণে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পথচারীরা। গাড়িতে উঠতে না পেরে দীর্ঘক্ষণ অপেক্ষায় ছিলেন অনেক যাত্রী। যারা গাড়িতে উঠেছেন তাঁরাও লম্বা সময় বসেছিলেন একইস্থানে। একদিকে যানজট, অন্যদিকে ভারী বৃষ্টিতে ভোগান্তি আরও বেড়েছে। কাছের দূরত্বের যাত্রীদের বৃষ্টিতে ভিজে পায়ে হেঁটেই গন্তব্যস্থলে যেতে দেখা গেছে।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক এ কে এম শরফুদ্দীন বলেন, সকালে সোনারগাঁওয়ের লাঙলবন্ধ এলাকায় একটি কাভার্ডভ্যান উল্টে যাওয়ার ফলে যানজট তৈরি হয়েছে। এখন সেই কাভার্ডভ্যান সরিয়ে ফেলা হয়েছে। খুব দ্রুতই যানজট কমে আসবে।