ঢাকাশনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪
  • অন্যান্য

কৃষকদলের উদ্যোগে স্বল্প মূল্যের সবজি বাজার

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৮, ২০২৪ ৩:০২ অপরাহ্ণ । ৩৯ জন

প্রান্তিক কৃষকদের উৎপাদিত পণ্য সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছে দিতে স্বল্প মূল্যের সবজি বাজারের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে জেলা কৃষকদলের উদ্যোগে পুরানা পৈল বাজারে স্বল্প মূল্যের সবজি বাজারের উদ্বোধন করেন জেলা কৃষকদলের সদস্য সচিব মোনজুরে মওলা পলাশ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব আব্দুল জলিল, ইউনিয়ন বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুদ।

জেলা কৃষকদলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ বলেন, নিম্ন আয়ের মানুষ যাতে ন্যায্য মূল্যে সবজি কিনতে পারে এজন্য স্থাপন করা হয়েছে স্বল্প মূল্যের বাজার। এই বাজার আরও সম্প্রসারিত করার জন্য উদ্যোগ নেওয়া হবে।