ঢাকারবিবার , ১১ ফেব্রুয়ারি ২০২৪

কৃষিমন্ত্রীর নিকট পরিচয়পত্র জমা দিয়েছেন এফএওর প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১১, ২০২৪ ৯:২৪ অপরাহ্ণ । ৬৫ জন

রবিবার বিকালে সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এর নিকট পরিচয়পত্র জমা দিয়েছেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ( এফএও) নবনিযুক্ত বাংলাদেশ প্রতিনিধি জিয়াওকুন শি।

এফএওর প্রতিনিধিকে স্বাগত জানিয়ে এসময় মন্ত্রী বলেন, এফএও বাংলাদেশে কৃষিখাতের উন্নয়ন ও খাদ্য উৎপাদন বৃদ্ধিতে দীর্ঘদিন ধরে সহযোগিতা করে যাচ্ছে। আমরা দেশের ১৭ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের খাদ্যের ঝুড়ি সবসময় ভরপুর রাখতে চাই। এই মুহূর্তে আমাদের ঝুড়িতে পর্যাপ্ত খাদ্য আছে। তবে নানান প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক সময় খাদ্য ঘাটতি দেখা দেয়। সেজন্য, খাদ্য উৎপাদন আরো বাড়াতে ও টেকসই করতে এফএওর আরো বেশি সহযোগিতা প্রয়োজন।

এফএওর প্রতিনিধি জিয়াওকুন শি বাংলাদেশে সহযোগিতা আরো বাড়াতে উদ্যোগ গ্রহণ করবেন বলে এসময় মন্ত্রীকে জানান।