ঢাকারবিবার , ২৬ মে ২০২৪
  • অন্যান্য

গাইবান্ধায় বাস খাদে পড়ে হেলপার নিহত

নিজস্ব প্রতিবেদক
মে ২৬, ২০২৪ ১:২৮ অপরাহ্ণ । ৭৮ জন

গাইবান্ধা থেকে ছেড়ে যাওয়া ঢাকামুখী অরিন পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের ডাকঘর নামক এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ওই গাড়ির হেলপার সুমন নামে এক ব্যক্তি মারা যায়

রবিবার (২৬ মে) ভোরে গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের ডাকঘর নামের এলাকায় ঢাকামুখী অরিন পরিবহনের একটি বাস দুর্ঘটনায় পড়লে ঘটনাটি ঘটে।

ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, আজ রবিবার গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের ডাকঘর নামক এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ওই গাড়ির হেলপার সুমন নামে এক ব্যক্তি মারা যায় বলে জানান তিনি।

এ ব্যাপারে পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) লাইফুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত বাসটির হেলপর ঘটনাস্থলে মারা যান।