ঢাকাশনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪
  • অন্যান্য

গাজায় চিকিৎসাব্যবস্থার ওপর হামলা ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের সামিল : ডব্লিউএইচও

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৮, ২০২৪ ৩:১১ অপরাহ্ণ । ৫ জন

ফিলিস্তিনের উত্তর গাজায় কোনোমতে সচল থাকা কামাল আদওয়ান হাসপাতালে ইসরাইলের ন্যাক্কারজনক হামলার নিন্দা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি বলেছে, চিকিৎসাব্যবস্থার ওপর হামলা হাজার হাজার ফিলিস্তিনির জন্য মৃত্যুদণ্ডের সামিল। এই ভয়াবহতার অবসান হওয়া উচিত। শনিবার (২৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

ডব্লিউএইচও জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২৭ ডিসেম্বর) কামাল আদওয়ান হাসপাতালে ইসরাইলি সামরিক বাহিনীর হামলায় উত্তর গাজার সর্বশেষ প্রধান স্বাস্থ্য কেন্দ্রটি পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। এক এক্স পোস্টে ডব্লিউএইচও আরও বলেছে, অভিযানের সময় প্রধান প্রধান কিছু বিভাগ মারাত্মকভাবে পুড়িয়ে ফেলা হয়েছে এবং ধ্বংস করা হয়েছে।

ইসরাইলি সামরিক সামরিক বাহিনী কামাল আদওয়ান হাসপাতালে হামলার বিষয়ে এক বিবৃতিতে বলেছে, তারা কামাল আদওয়ান হাসপাতালে অভিযান শুরু করেছে কারণ এটি ‘হামাস সন্ত্রাসীদের শক্ত ঘাঁটি হিসেবে কাজ করে’। তবে হাসপাতালটি যে হামাসের শক্ত ঘাঁটি হিসেবে কাজ করে তার পক্ষে প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে ইসরাইলি বাহিনী। অন্যদিকে, হামাস এই দাবি ‘স্পষ্টভাবে’ অস্বীকার করেছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত হাসপাতালে ১৮০ জন মেডিকেল স্টাফ ও ৭৫ জন রোগীসহ প্রায় ৩৫০জন মানুষ ছিল।

ডব্লিউএইচও বলেছে, ৬০ জন স্বাস্থ্যকর্মী ও ২৫ জন গুরুতর রোগী যারা ভেন্টিলেটরে আছে তারা হাসপাতালে রয়েছেন। আর মাঝারি থেকে গুরুতর অবস্থার রোগীদের ধ্বংসপ্রাপ্ত এবং অকার্যকর ইন্দোনেশিয়ান হাসপাতালে সরিয়ে নেয়া হয়েছে।

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটি তাদের নিরাপত্তার জন্য গভীরভাবে উদ্বিগ্ন। সেইসঙ্গে যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেছে ডব্লিউএচও।