ঢাকামঙ্গলবার , ১ অক্টোবর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১, ২০২৪ ৩:৪৪ অপরাহ্ণ । ৫০ জন

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের একটি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়কে বিক্ষোভ করছে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় দুই ঘণ্টা ধরে যান চলাচলে বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছেন আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা।

আন্দোলনরত শ্রমিকরা জানায়, মঙ্গলবার (১ অক্টোবর) সকালে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের ভোগড়া এলাকায় এপিএল অ্যাপারেলস কারখানার শ্রমিকরা প্রথমে কারখানার গেটে বিক্ষোভ করে। পরে মহাসড়কে নেমে বিক্ষোভ করতে থাকে।

শ্রমিকদের দাবি, মালিকপক্ষ বারবার বেতন পরিশোধ করার দিন তারিখ ধার্য করেও তাদের বেতন না দেওয়ায় সড়কে নামতে বাধ্য হয়েছেন।

গাজীপুর মহানগরী পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মোহাম্মদ ইব্রাহিম খান জানান, শ্রমিকেরা সড়কে অবস্থান নেওয়ার কারণে মহাসড়কের যান চলাচল ব্যাহত হচ্ছে। তবে মহাসড়ক থেকে তাদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।