গাজীপুরের শ্রীপুরে ঈদের বোনাস, বাৎসরিক লভ্যাংশের পার্সেন্টেজ বাড়ানো, জোর করে শ্রমিক ছাঁটাই বন্ধ, হাজিরা বোনাস বাড়ানো, ঈদের ছুটি বাড়ানোসহ বিভিন্ন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। শনিবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার গিলারচালা এলাকায় প্যারামাউন্ট টেক্সটাইল মিলের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বিকেল ৪টায়ও আন্দোলন চলছিল। এতে মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকায় যানজট দেখা দিয়েছে।
আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, কারখানা কর্তৃপক্ষ কোনো প্রকার নোটিশ ছাড়াই শ্রমিকদের কাছ থেকে জোর করে রিজাইন লেটারে স্বাক্ষর নিয়ে ছাঁটাই করে। এছাড়া ঈদে মাত্র তিন দিনের ছুটি দেয়, বাৎসরিক লভ্যাংশের যে টাকা দেয় সেটা তুলনামূলক কম। আমরা বিষয়গুলো নিয়ে একাধিকবার কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করলেও তারা কোনো সমাধান দিতে পারেননি।
ঘটনার পরপরই শিল্পপুলিশ ঘটনাস্থলে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। তবে এ বিষয়ে তারা কোনো বক্তব্য দিতে রাজি হননি।