ঢাকাসোমবার , ১০ মার্চ ২০২৫

গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১০, ২০২৫ ১১:২৪ পূর্বাহ্ণ । ৩ জন

টাঙ্গাইলের কালিহাতীতে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (১০ মার্চ) সকালে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার কামাক্ষামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

এ ব্যাপারে যমুনা সেতু পূর্ব থানার এসআই আতিকুর রহমান জানান, খবর পেয়ে মরদেহ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে যমুনা সেতু পূর্ব থানায় নেওয়া হয়েছে। নিহতদের নাম পরিচয় শনাক্তে কাজ চলছে। কোন গাড়ির সঙ্গে দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।