ঢাকারবিবার , ৩১ ডিসেম্বর ২০২৩
  • অন্যান্য

গুলশান জগার্স সোসাইটির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক খোরশেদ

পাবলিক হেলথ ডেস্ক
ডিসেম্বর ৩১, ২০২৩ ৮:৩৪ অপরাহ্ণ । ১৬২ জন

গুলশান জগার্স সোসাইটির সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন জিপিএইচ ইস্পাত এবং ক্রাউন সিমেন্ট গ্রুপের সত্ত্বাধিকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খোরশেদ আলম খসরু।

গতকাল শনিবার (৩০ ডিসেম্বর) গুলশান জগার্স সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সোসাইটির প্রধান উপদেষ্টা ইউনিক গ্রুপের এমডি এবং শেরাটন ও ওয়েস্টিন হোটেলের কর্ণধার মোহাম্মদ নূর আলী।

সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা গুলাম মোস্তফা ২০২৪ এবং ২০২৫ সালের জন্য গুলশান জগার্স সোসাইটির নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের নাম ঘোষণা করেন এবং পরিচয় করিয়ে দেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন : সহ-সভাপতি আবুল বাশার সিকদার, সহ-সভাপতি মজিবুর রহমান মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদ রিয়াজ হাসান খান (তুহিন), যুগ্ম সাধারণ সম্পাদক এ. জেড. এম. ফজলে রাব্বি খান, কোষাধ্যক্ষ প্রকৌশলী মো. নুরুল আমিন (ছানা), সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত খান নাসিম, মহিলা বিষয়ক সম্পাদক মিসেস আকলিমা রহমান, দপ্তর সম্পাদক ডা. এস. এম. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য ও সাংস্কৃতিক সম্পাদক ডা. মো. লোকমান হোসেন, তথ্য-জনসংযোগ ও প্রচার সম্পাদক মিসেস জেসমিন আশরাফ, আইন বিষয়ক সম্পাদক এ. কে. এম. মাহফুজুর রহমান (জলিল), ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক এম. সফিউদ্দিন আহমেদ, কার্যনির্বাহী পরিষদ সদস্য ডমসেস শিরিন বেগম, আর.এম. দারাইন পারভেজ, মিসেস আসমা কামাল, মো. শহিদুল ইসলাম ( শহিদ), আব্দুল মালেক, মিসেস উম্মে কুলসুম ও মো. আশরাফ হোসেন (টিংকু)।