ঢাকাসোমবার , ২ ডিসেম্বর ২০২৪
  • অন্যান্য

গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজারসহ নিহত ২, আহত ২০

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২, ২০২৪ ৩:৩৭ অপরাহ্ণ । ৫৩ জন

গোপালগঞ্জের সদরে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজারসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ২০ যাত্রী। সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: সুপারভাইজার ইলিয়াস কাজী (৫০) গোপীনাথপুর গ্রামের ফেলু কাজীর ছেলে এবং যাত্রী সামসু মোড়ল (৫৬) যশোরের মনিরামপুর থানার রামনাথপুর গ্রামের রহিম মোড়লের ছেলে।

গোপালগঞ্জ ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাশেম মজুমদার প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে কাশিয়ানীর ব্যাসপুরগামী লোকাল বাসকে ধাক্কা দেয়। এতে বাসটি সড়কের পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই যাত্রী শামসু মোড়ল নিহত হন এবং বাসের সুপারভাইজার ইলিয়াস কাজীসহ অন্তত ২১ জন আহত হন।

এ ঘটনায় বেশ কয়েকজনকে গুরুতর অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক সুপারভাইজার ইলিয়াস কাজীকে মৃত ঘোষণা করেন।

পুলিশ বাস দুটি জব্দ করলেও দুই গাড়ির চালক ও হেলপারকে গ্রেফতার করতে পারেনি। তবে আবেদনের প্রেক্ষিতে দুপুরে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।