ঢাকাবৃহস্পতিবার , ২৩ মে ২০২৪

গোপালগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা

নিজস্ব প্রতিবেদক
মে ২৩, ২০২৪ ৪:৩৮ অপরাহ্ণ । ১৫১ জন

টুঙ্গিপাড়া গোপালগঞ্জে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে। আজ (২৩ মে) বৃহস্পতিবার গোপালগঞ্জ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহযোগিতায় কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদে এ ক্যাম্পেইনের আয়োজন করে বাহিনীর ঢাকা রেঞ্জ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক এ কে এম জিয়াউল আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাহিনীর গোপালগঞ্জ জেলা কমান্ড্যান্ট মো. ফজলে রাব্বি ও ২৩ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মঞ্জুর মোর্শেদ প্রমুখ।

এসময় বাহিনীর ৪ জন চিকৎসক প্রান্তিক জনগোষ্ঠির ৫শ’ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন। পরে ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীদের বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।