ঢাকাবুধবার , ১৩ নভেম্বর ২০২৪

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৩, ২০২৪ ২:৪৮ অপরাহ্ণ । ৪ জন

পিরোজপুরে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সদর উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সাড়ে চার হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। হংকং সরকারের অনুদানে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন ওয়ার্ল্ড ভিশন।

বুধবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় পিরোজপুর সদর উপজেলার শহীদ ওমর ফারুক হল রুমে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এরিয়াপ্রোগ্রাম ম্যানেজার মিল্টন সিংয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করেন পিরোজপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ।

এসময় ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার, সহায়তাকারী এবং গ্রাম উন্নয়ন ও নগর উন্নয়ন কমিটির সভাপতি সম্পাদকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রত্যেক উপকার ভোগীর মাঝে ২০ কেজি চাল, মুশুর ডাল ২ কেজি, সয়াবিন তেল ২ লিটার, চিড়া ২ কেজি, লবন ৫০০ গ্রাম, চিনি ৫০০ গ্রাম, মুগডাল ২ কেজি, ছোলা ৩ কেজি, বালতি ১টি, পানির পট ১টি, প্লাস্টিকের মগ ১টি, গোসলের সাবান ৫টি, খাবার স্যালাইন ২০টি, স্যাভলন ৫মিলি, হুইল পাউডার ৫০০ গ্রাম ও২ টি স্যানিটারি প্যাড প্রদান করা হয়।

সহায়তা গ্রহন করতে আসা রেমালে ক্ষতিগ্রস্ত উপস্থিত উপকার ভাগীরা বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এপি ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সহায়তা সামগ্রী প্রদানের ফলে এলাকার ক্ষতিগ্রস্ত মানুষেরা ভীষণ উপকৃত হবে বলে আশা প্রকাশ করে।

একই সঙ্গে তারা বলেন, যেসব সহায়তা দেওয়া হয়েছে তার ফলে আমাদের পরিবারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সংকট দূর হবে এবং উক্ত সামগ্রী ব্যবহারের ফলে শিশু ও তার পরিবারের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি হবে।