ঢাকারবিবার , ২০ অক্টোবর ২০২৪
  • অন্যান্য

চট্টগ্রামে নকল সিগারেট তৈরির উপকরণ জব্দ, ২ গুদামে সিলগালা

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২০, ২০২৪ ১১:১৫ পূর্বাহ্ণ । ৫৭ জন

চট্টগ্রামে নকল সিগারেট তৈরির কাঁচামালের গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিগারেট তৈরির উপকরণ জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অভিযানে বিপুল পরিমাণ সিগারেট তৈরির কাঁচামাল আমদানি ও আমদানিকৃত কাঁচামালের বেআইনি ব্যবহার করে শুল্ক-কর ফাঁকি সংশ্লিষ্ট অনিয়মের আলামত পাওয়া যায়। এর প্রেক্ষিতে আলামতগুলো জব্দ করা হয়। এতে দুটি গুদাম সিলগালা করা হয়েছে। নকল সিগারেট উৎপাদন ও রাজস্ব ফাঁকির অপচেষ্টার লক্ষ্যে উপকরণগুলো মজুত করায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

রবিবার (২০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ অক্টোবর চট্টগ্রাম শহরের তিনটি গুদামে যৌথ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর, চট্টগ্রামের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এবং চট্টগ্রামের সমন্বিত একটি দল। গুদাম তিনটির অবস্থান হলো- হালিশহরের ধোপাপাড়ার মধ্যম রামপুর, হালিশহরের আমতলীর নওয়াব আলী মিয়ার বাড়ির পেরেক ফ্যাক্টরি ও বিশ্বরোড মসজিদ গলির নয়াবাজার (হোল্ডিং নং-১৬৩৬ এর দক্ষিণ পাশের গুদাম)।

অভিযানে বিপুল পরিমাণ সিগারেট তৈরির কাঁচামাল আমদানি ও আমদানিকৃত কাঁচামালের বেআইনি ব্যবহার করে শুল্ক-কর ফাঁকি সংশ্লিষ্ট অনিয়মের আলামত পাওয়া যায়। এর প্রেক্ষিতে আলামতগুলো জব্দ করা হয়। জব্দকৃত পণ্যগুলো হলো- ৩৮ হাজার ৯৬৬ কেজি সিগারেট তৈরির পেপার, ১৮ হাজার ৭৪৪.৮ কেজি বিওপিপি ফিল্ম, ৫ হাজার ৭৮৯ কেজি সিগারেট তৈরির রাসায়নিক উপকরণ, ৪ হাজার ৭৮ কেজি সিগারেটের খালি প্যাকেট, ৩ হাজার ১০১ কেজি অ্যালুমিনিয়াম ফয়েল, ১ হাজার ২৪৮ কেজি সিগারেটের ফিল্টার, ৩২২ কেজি সুপার শিল্প ট্যাপ ও ১৩টি সিগারেট তৈরির বিভিন্ন মেশিনারিজ।

নয়াবাজার, বিশ্বরোড, মসজিদ গলি হোল্ডিং নং-১৬৩৬ এর দক্ষিণ পাশের গুদামে অভিযান পরিচালনাকালে প্রতিষ্ঠানের মালিক বা তাদের কোন কর্মকর্তা-কর্মচারী বা প্রতিনিধি পাওয়া যায়নি। তবে উপস্থিত স্থানীয় জনগণের তথ্যনুযায়ী জানা যায়, গুদামটি চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুস সবুর লিটন এবং তার ভাই আব্দুল মান্নান খোকনের মালিকানাধীন।

এছাড়া হালিশহরের ধোপাপাড়ার মধ্যম রামপুরের গুদামের দায়িত্বপ্রাপ্ত দারোয়ান আবুল বশর এবং হালিশহরের আমতলীর নওয়াব আলী মিয়ার বাড়ির পেরেক ফ্যাক্টরির গুদামের কেয়ারটেকার মো. দিদার জানান, গুদাম দুটির মালিক চট্টগ্রাম সিটি করপোরেশেনের ২৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুস সবুর লিটন এবং তার ভাই আব্দুল মান্নান খোকন। যা সেখানে উপস্থিত স্থানীয় জনগণও নিশ্চিত করেন। অর্থাৎ তিনটি গুদামের মালিকই অভিন্ন ব্যক্তি। অভিযানকালে গুদামগুলোর কোনো ভ্যাট নিবন্ধন পাওয়া যায়নি।

পেরেক ফ্যাক্টরির গুদামের জব্দ করা পণ্য চট্টগ্রামের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট গুদামে জমা দেয়া হয়েছে। অবশিষ্ট দুটি গুদাম সিলগালা করা হয়েছে। নকল সিগারেট উৎপাদন ও রাজস্ব ফাঁকির অপচেষ্টার লক্ষ্যে উক্ত উপকরণগুলো মজুত করায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।