ঢাকাবৃহস্পতিবার , ৯ মে ২০২৪
  • অন্যান্য

চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

নিজস্ব প্রতিবেদক
মে ৯, ২০২৪ ১:৫৪ অপরাহ্ণ । ৮৭ জন

বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে বলা হয়- ‘বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান (YAK 130) যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের পতেঙ্গায় দুর্ঘটনার শিকার হয়েছে। বিমানের দুজন পাইলটকে উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) বন্দর জোনের উপ-কমিশনার শাকিলা সোলতানা বলেন, পতেঙ্গার বোট ক্লাবের কাছে অবতরণের সময় যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়। আহত পাইলটদের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।