ঢাকাবুধবার , ২৪ এপ্রিল ২০২৪
  • অন্যান্য

চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৪, ২০২৪ ২:৫৬ অপরাহ্ণ । ১০১ জন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা স্টেশনে কক্সবাজারগামী ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হয়েছে। বন্ধ রয়েছে চট্টগ্রাম-কক্সবাজার রেল যোগাযোগ। বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।

কক্সবাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী বলেন, বুধবার সকাল ৭টার দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ঈদ স্পেশাল ট্রেনটি ডুলাহাজারা স্টেশনে প্রবেশের সময় ইঞ্জিন ও দুইটি বগি লাইনচ্যুত হয়।

তিনি আরও বলেন, তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।