ঢাকাশনিবার , ২৭ জুলাই ২০২৪

চাঁদপুরে হঠাৎ জ্বর, হাসপাতালে বাড়ছেই রোগী

নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৭, ২০২৪ ৪:২৬ অপরাহ্ণ । ৫৪ জন

চাঁদপুরের মতলবে হঠাৎ জ্বর এবং ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে নানা বয়সী মানুষ। এর মধ্যে বয়স্কদের চেয়ে শিশুর সংখ্যাই বেশি। অনেককেই ভর্তি হতে হয়েছে হাসপাতালে ভর্তি হচ্ছেন।

মতলব উত্তরের লুধুয়া গ্রামের গৃহবধূ সীমা আক্তার জানান, তিনি এবং তার ২ বছরের শিশুও জ্বরে আক্রান্ত। তাই হাসপাতালে চিকিৎসা নিতে যান। মতলব পৌরসভার আল আমিন নামে এক যুবক জানান, জ্বরে তাকেও কাবু করেছে। গত তিন দিন অসুস্থ থাকার পর চিকিৎসা নেয়ায় এখন ভালো আছেন তিনি।

এদিকে, রোগীদের ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের।

শনিবার (২৭ জুলাই) দেখা যায় হাসপাতালে চিকিৎসা এবং ভর্তি হতে বর্হিঃবিভাগের নানা বয়সী রোগীর ভিড়। এদের বেশির ভাগ সর্র্দি, কাশি এবং জ্বরে আক্রান্ত। দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে ছুটে আসছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা-ই নয়, উত্তরেরও একই অবস্থা। আক্রান্ত এবং তাদের স্বজনরা জানান, হঠাৎ করে-ই সর্দি, কাশি এবং জ্বরে আক্রান্ত হচ্ছেন তারা। তাই চিকিৎসা নিতে ছুটে আসেন হাসপাতালে।

এদিকে, মৌসুমের এই সময় আবহাওয়াজনিত কারণ এবং ঋতু পরিবর্তনের প্রভাবে বয়স্কদের সঙ্গে শিশুরাও নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষজ্ঞ চিকিৎসক ঋত্বিকা মজুমদার বলেন, একটু সতর্ক এবং স্বাস্থ্য সচেতন হলেই মৌসুমী এসব রোগ থেকে রক্ষা পাওয়া যায়। আর যদি অসুস্থতা বেড়ে যায় তাহলে দ্রুত সময়ের মধ্যে চিকিৎসক কিংবা হাসপাতালে ভর্তি হওয়ার বিকল্প নেই।

অন্যদিকে, হঠাৎ করে রোগীর চাপ বেশি হলেও সবাইকে সুস্থ করে হাসপাতাল ছাড়ার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানালেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ মো. মহিবুল্লাহ।

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্হিঃবিভাগে গত একসপ্তাহে আড়াই হাজার রোগী চিকিৎসা নেন। এরমধ্যে জ্বর ও ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা-ই বেশি।