ঢাকামঙ্গলবার , ৪ জুলাই ২০২৩
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

চিনি ও কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে ১১৮ প্রতিষ্ঠানকে জরিমানা : ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর

পাবলিকহেলথ ডেস্ক:
জুলাই ৪, ২০২৩ ১২:৫৬ অপরাহ্ণ । ৩৫০ জন

ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে কাঁচা মরিচের মূল্য এবং চিনির মূল্য ও মজুদসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তদারকির লক্ষ্যে বাজার অভিযান অব্যহত। সারাদেশে ৪৪টি বাজার অভিযানে ১১৮টি প্রতিষ্ঠানকে ৬ লাখ ২১ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ ০৪ জুলাই মঙ্গলবার  জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে একযোগে কাঁচা মরিচের মূল্য এবং চিনির মূল্য ও মজুদসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তদারকির লক্ষ্যে বাজার অভিযান পরিচালিত হয়। ঢাকা মহানগর এলাকায় ৩টি টিম অভিযান পরিচালনা করে।

এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ ৪১টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়। ঢাকা মহানগরীর কারওয়ান বাজার,গুলশান কাঁচাবাজার,বনানী বাজার,উত্তরা,বাড্ডা ও মহাখালী কাঁচা বাজার,পলাশি,হাতিরপুল কাঁচা বাজার ও নিউ মার্কেট এলাকায় মরিচের বিক্রয়মূল্য ও ক্রয়মূল্য যাচাই করা হয়। এসময় পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সাথে কথা বললে তারা জানান যে, মরিচের সরবরাহ পর্যাপ্ত রয়েছে। কোন ঘাটতি নেই এবং মরিচের মূল্য ধীরে ধীরে আরো কমে আসবে।

সার্বিক ভাবে সকল অভিযান পর্যালোচনা করে দেখা যায় কাঁচা মরিচের মূল্য স্থিতিশীল এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে। আজ সারাদেশে ৪৪টি বাজার অভিযানে ১১৮টি প্রতিষ্ঠানকে ৬,২১,০০০ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এসকল কার্যক্রম অব্যাহত থাকবে।