কারো হাতে বাঁশি, কারো লাঠি। আবার কেউ হাতের ইশারায় করছেন ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ। কোথাও আবার ঝাড়ু ও পলিথিন ব্যাগ হাতে করছেন রাস্তা পরিষ্কারের কাজ। মঙ্গলবার (৬ আগস্ট) চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে এমন চিত্র চোখে পড়েছে। নগরীর নিউমার্কেট কাজীর দেউড়ি, চকবাজার, বহদ্দারহাট এলাকা ঘুরে দেখা গেছে, গণপরিবহনের সংখ্যা কিছুটা কম হলেও সিএনজিচালিত অটোরিকশা, রিকশা রয়েছে।
কোতোয়ালি, আমতল, স্টেশন রোড, সদরঘাটমুখী সড়ক থেকে গাড়ি এসে মোড়ে মিলিত হচ্ছে। ফলে যানজটের সৃষ্টি হচ্ছে। সেখানে সড়কের চতুরপাশে দাঁড়িয়ে শিক্ষার্থীরা ট্রাফিক ব্যবস্থা রক্ষার চেষ্টা করছেন।
কোটা আন্দোলনের সঙ্গে জড়িত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরফিন নামে এক শিক্ষার্থী বলেন, ‘বাংলাদেশ আমাদের। এই দেশের পরিবেশ রক্ষার দায়িত্বও আমাদের৷ যেহেতু এখন আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা নেই। তাই আমরা নিজ উদ্যোগে দায়িত্ব নিয়ে চট্টগ্রামের সড়ক এবং ট্রাফিক নিয়ন্ত্রণে নেমে এসেছি।’
নিউমার্কেট মোড়ে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা বেসরকারি বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির সাবেক ছাত্র আবির মাহমুদ বলেন, ‘দেশের এ ক্রান্তিকাল শেষ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা একযোগে দায়িত্ব পালনের চেষ্টা করে যাবে।’