টানা ৫ দিনের ছুটি শেষে খুলেছে সরকারি বেসরকারি অফিস-আদালত। সকাল ১০ টা থেকে লেনদেন শুরু হয়েছে ব্যাংকগুলোতে। নির্ধারিত সময়ে লেনদেন শুরু হয়েছে দেশের দুই পূঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্চে। আজ ২ জুলাই থেকে খুললেও সকাল থেকেই পরস্পরের সাথে ইদ শুভেচ্ছা বিনিময় করেন উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা।
২৯ জুন বৃহস্পতিবার সারাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হয়। এ উপলক্ষে ২৮ থেকে ৩০ জুন পর্যন্ত পূর্ব নির্ধারিত ছুটি ছিল। দেশবাসীর ইদ যাত্রা নির্বিঘ্ন করতে সরকার নির্বাহী আদেশে ২৭ জুন ছুটি ঘোষণা করে। এতে একদিন বাড়তি ছুটি পায় দেশের মানুষ। তবে অস্বাভাবিক যানজটের কারণে সড়ক পথে উত্তরবঙ্গগামী ঘরমুখো লাখো মানুষ।