ঢাকাশনিবার , ১৬ মার্চ ২০২৪
  • অন্যান্য

সিগারেটসহ তামাক কোম্পানির সারচার্জ ৫ শতাংশ করার প্রস্তাব সিপিডির

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৬, ২০২৪ ১২:৫৬ অপরাহ্ণ । ২৪১ জন

বিড়ি-সিগারেটসহ তামাক পণ্যে সারচার্জ ১ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার সুপারিশ করেছে সিপিডি। একই সাথে আগামী বাজেটে তামাক কোম্পানির কর্পোরেট কর ৫ শতাংশ বাড়িয়ে ৫০ শতাংশ করার সুপারিশ করেছে সংস্থাটি। সাথে তামাক কোম্পানীর আয়ের ওপর সারচার্জ আড়াই শতাংশ থেকে দ্বিগুণ করে ৫ শতাংশ করারও সুপারিশ করেন সিপিডির নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ ড. ফাহমিদা খাতুন। আজ (১৬ মার্চ ২০২৪) শনিবার রাজধানীর ধানমন্ডিতে সিপিডি’র কার্যালয়ে ‘২০২৪-২০২৫ অর্থবছরের জাতীয় বাজেটে সিপিডির সুপারিশ’ শীর্ষক মিডিয়া ব্রিফিয়ে সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন এসব কথা বলেন।

তিনি বলেন, জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হওয়ায় সিগারেটসহ তামাক পণ্যে কর হার বাড়ানো জরুরি। আর এই বাড়তি কর থেকে পাওয়া রাজস্ব জনস্বাস্থ্য রক্ষায় সরকার বরাদ্দ বাড়াতে পারে।