ঢাকাবুধবার , ২৯ মে ২০২৪
  • অন্যান্য

জনস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজন বিজ্ঞানভিত্তিক কৌশল

নিজস্ব প্রতিবেদক
মে ২৯, ২০২৪ ১১:৪৬ পূর্বাহ্ণ । ১৩৬ জন

জনস্বাস্থ্য সুরক্ষায় বাস্তবভিত্তিক ও বিজ্ঞানসম্মত উপায়ে তামাকের ক্ষতি হ্রাস কৌশল অবলম্বন করতে হবে বলে মত দিয়েছেন খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকরা।

গতকাল (২৭ মে) সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘পলিসি ফর প্রোগ্রেস : টুওয়ার্ডস হার্ম রিডাকশন’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এসব তথ্য তুলে ধরেন তারা। নীতি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।

আলোচনায় ধূমপান ছাড়তে উদ্ভাবনী কৌশল গ্রহণের মাধ্যমে জনস্বাস্থ্য খাতে কার্যকর ও টেকসই পরিবর্তন আনার ব্যাপারে জোর দেন বক্তারা। আলোচনায় উপস্থিত ছিলেন দেশি-বিদেশি শিল্প, শিক্ষা ও স্বাস্থ্য খাতের নীতি প্রণেতা ও বিশেষজ্ঞরা।

বক্তারা বলেন, টোব্যাকো হার্ম রিডাকশন (টিএইচআর) একটি জনস্বাস্থ্য কৌশল; যার লক্ষ্য হলো প্রচলিত তামাকজাত দ্রব্য ব্যবহারের কারণে সৃষ্ট স্বাস্থ্যগত ঝুঁকি কমানো এবং স্বাস্থ্যঝুঁকি কমাতে কম ক্ষতিকর বিকল্পের ব্যবহার নিশ্চিত করা।

গ্রিসের পাত্রাস বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের রিসার্চ ফেলো ডা. কনস্টান্টিনোস ফার্সালিনোস বলেন, ধূমপানের ক্ষতি হ্রাসে ভেপিংসহ অন্যান্য কুইটিং টুলসের সহযোগিতা নেওয়া উচিত।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, তামাক ছাড়ার পণ্যগুলোর (কুইটিং টুলস) মাধ্যমে ধীরে ধীরে আসক্তি পুরোপুরি ত্যাগ করা যায়। পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের উপদেষ্টা আসিফ ইব্রাহিম বলেন, ধূমপানের হার কামাতে যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, সুইডেনসহ কয়েকটি দেশ বৈজ্ঞানিক গবেষণাকে প্রাধান্য দিয়ে যৌক্তিক পদক্ষেপ নিয়েছে, যার সুফলও পেয়েছে এসব দেশ।