ঢাকাবুধবার , ৩ জুলাই ২০২৪
  • অন্যান্য

জবরদখলকৃত বনভূমি উদ্ধারে কার্যক্রম জোরদার করা হয়েছে : পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
জুলাই ৩, ২০২৪ ১২:৩৯ অপরাহ্ণ । ৯০ জন

বন বিভাগের ২ লাখ ৫৭ হাজার ১৫৮ একর বনভূমি অবৈধ দখলে রয়েছে। এর মধ্যে গত মে পর্যন্ত ৩০ হাজার ১৬২ একর বনভূমির জবরদখল উচ্ছেদ করা হয়েছে। অবশিষ্ট জবরদখলকৃত বনভূমি উদ্ধারে কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পরিবেশমন্ত্রী।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গতকাল সংসদে টেবিলে উপস্থাপিত সরকারি দলের সদস্য এম, আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘১০০ কর্মদিবস অগ্রাধিকার কর্মপরিকল্পনার’ এর মাধ্যমে আরও ৫ হাজার একর জবরদখলকৃত বনভূমি পুনরুদ্ধারে উচ্ছেদ প্রস্তাব প্রেরণ করা হয়েছে। বনভূমি অবৈধ দখলদারের কাছ থেকে উদ্ধারের পর তা বন বিভাগের আওতায় এনে সেখানে বনায়ন করা হচ্ছে।