ঢাকামঙ্গলবার , ১১ জুন ২০২৪

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

নিজস্ব প্রতিবেদক
জুন ১১, ২০২৪ ১১:১৪ পূর্বাহ্ণ । ১২৭ জন

বাস ট্রার্মিনাল সংলগ্ন জয়পুরহাট-বগুড়া সড়কের হারাইল এলাকায় একটি দ্রুতগামী ট্রাক পেছন দিক থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল চালক রায়হান হোসেন(৪০) রাস্তায় ছিটকে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯ টায় তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, মৃত্য রায়হান হোসেন সদর উপজেলার আমদই ইউনিয়নের রাংতা গ্রামের শুকুর আলীর ছেলে ।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, সোমবার রাত ৮টায় বাস ট্রার্মিনাল সংলগ্ন জয়পুরহাট-বগুড়া সড়কের হারাইল এলাকায় একটি দ্রুতগামী ট্রাক পেছন দিক থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল চালক রায়হান হোসেন রাস্তায় ছিটকে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯ টায় তার মৃত্যু হয়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হুমায়ুন কবীর আরো জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার দুপুরে ময়নাতদন্তের পর পরিবারের কাছে রায়হান হোসেনের মরদেহ হস্তান্তর করা হবে । ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে জয়পুরহাট থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।