ঢাকারবিবার , ৯ জুন ২০২৪
  • অন্যান্য

জয়পুরহাটে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক মেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
জুন ৯, ২০২৪ ১:৩৭ অপরাহ্ণ । ১৩৬ জন

সাধারণ মানুষের মধ্যে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জয়পুরহাটের জাকস ফাউন্ডেশনের প্রধান কার্যালয় চত্বরে আজ রোববার দিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে খাদ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক মেলা-২০২৪।

দিন ব্যাপী আয়োজিত খাদ্য ও পুষ্টি মেলায় সাধারণ মানুষকে খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে সচেতন করার জন্য ৩০ টি স্টল স্থাপন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম। জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ নূরুল আমিন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাকস ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক মোঃ আবুল বাশার, পরিচালক রফিকুল ইসলাম বাদশা, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মহীর উদ্দীন , স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রকৌশলী কৃষিবিদ সিরাজুল ইসলাম, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমাইয়া আফরিন জিনিয়া, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের পুষ্টি বিশেষজ্ঞ কপিল কুমার পাল, সেক্টর ভেলুজ চেইন স্পেশালিষ্ট রফিজুল ইসলাম মন্ডল প্রমূখ। পরে প্রধান অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। জাকস ফাউন্ডেশনের কর্মকর্তা- কর্মচারী ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পুষ্টি মেলায় অংশ গ্রহণ করেন।