ঢাকাবুধবার , ৫ জুন ২০২৪
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

জাতীয় পরিবেশ পদক ২০২৩ পেল আরণ্যক ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক
জুন ৫, ২০২৪ ৫:৩২ অপরাহ্ণ । ১০৮ জন

পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচারে অনবদ্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে জাতীয় পরিবেশ পদক ২০২৩ পেয়েছে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান আরণ্যক ফাউন্ডেশন।

আজ (০৫ জুন) বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ অভিযান ২০২৪ এবং পরিবেশ মেলা ও বৃক্ষমেলা ২০২৪ এর উদ্বোধনি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এ পুরষ্কার গ্রহণ করেন আরণ্যক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রকিবুল হাসান মুকুল।

এসময় তিনি বলেন, দেশের পরিবেশ ও বন সংরক্ষণে অবদান রাখার স্বীকৃতি হিসেবে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জাতীয় পরিবেশ পদক প্রদান একটি প্রশংসনীয় উদ্যোগ। এই পুরষ্কারের ফলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান দেশের প্রকৃতি ও বাস্তুতন্ত্র সংরক্ষণে আরো আগ্রহী হয়ে উঠবে। এই পদক প্রাপ্তি সামনের দিনগুলোতে আরণ্যক ফাউন্ডেশের কার্যক্রমকে আরো গতিশীল করবে বলে বিশ্বাস করেন আরণ্যক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রকিবুল হাসান মুকুল।

২০০৩ সালে বাংলাদেশ ও মার্কিন সরকারের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হবার পর থেকে আরণ্যক ফাউন্ডেশন স্থানীয় জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও তাদেরকে সম্পৃক্ত করে বনের বাস্তুতন্ত্র সংরক্ষণ ও এর মাধ্যমে দেশের পরিবেশবান্ধব প্রবৃদ্ধিতে অবদান রেখে আসছে।

দেশের বন, জীববৈচিত্র্য ও তাদের আবাসস্থল সরংক্ষণ, বাস্তুতন্ত্র পুন:প্রতিষ্ঠা, প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা, রক্ষিত এলাকা (পিএ) এবং পরিবেশ ও প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) গুলোতে অংশীদারিত্বমূলক ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের শিকার জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা ও টেকসই জীবিকা নিশ্চিত করতে স্থানীয় নেতৃত্বের বিকাশে কাজ করছে আরণ্যক ফাউন্ডেশন। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি কার্বন নি:সরণ হ্রাস,সবুজ জ্বালানি জনপ্রিয় করা, পরিবেশ, বন ও জীববৈচিত্র্য সংরক্ষনে সচেতনতা তৈরি ও জনসাধারণকে উদ্বুদ্ধ করা এবং এসব বিষয়ে বেসরকারিখাতকে সম্পৃক্ত করতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়িত করে আসছে। নিজস্ব কার্যক্রমের বাইরে বন, পরিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে কাজ করে এমন শতাধিক প্রতিষ্ঠানকে আর্থিক ও কারিগরি সহায়তা দিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠার ২০ বছরে পরিবেশ, প্রতিবেশ, জলবায়ু, বিপন্নপ্রায় বৃক্ষ প্রজাতির সংরক্ষণ বিষয়ে জ্ঞান সম্প্রসারণ ও সচেতনতা তৈরিতে আরণ্যক ফাউন্ডেশনের ৩৬টি প্রকাশনা রয়েছে। এর মধ্যে অনেক বই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রেফারেন্স পাঠ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে।

এসব কার্যক্রমের মাধ্যমে পরিবেশ বিষয়ক শিক্ষা ও সচেতনতা তৈরি, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণে আরণ্যক ফাউন্ডেশন দেশের অন্যতম বেসরকারি সংগঠন হিসেবে আবির্ভূত হয়েছে।