ঢাকাবুধবার , ১৬ আগস্ট ২০২৩
  • অন্যান্য

জাতীয় শোক দিবসে বট গাছের চারা রোপন করলো ‘দেশীগাছ ও জীববৈচিত্র্য সংরক্ষণ আন্দোলন’

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৬, ২০২৩ ১:০৩ অপরাহ্ণ । ৪০৭ জন

“পরিবেশ উন্নয়নে দেশীগাছ, পাখি-পতঙ্গের আহার আবাস”! “দেশীগাছ করলে রোপণ, জীববৈচিত্র্য হবে সংরক্ষণ”! স্লোগান দুটি ধারণ করে- স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে হাতিল গাড়িয়াকান্ত এলাকায় (সিমেন্ট ফ্যাক্টরি) একাধিক স্থানে বটবৃক্ষের চারা রোপণ করল “দেশীগাছ ও জীববৈচিত্র্য সংরক্ষণ আন্দোলন”। গতকাল ১৫ আগস্ট সংগঠনটির পক্ষ থেকে এসব গাছ রোপণ করা হয়।

বটবৃক্ষ নিজেই একটা পূর্ণাঙ্গ ইকোসিস্টেম। হরেক প্রজাতির পাখি, পতঙ্গ, কাঠবিড়ালি, বানরসহ অসংখ্য প্রাণীর সারাবছর ধরে নিরবিচ্ছিন্ন আহারের ব্যবস্থা করতে পাশাপাশি দুটো বটবৃক্ষ একসাথে ফল ধরে না। প্রকৃতিতে নিজেদের টিকিয়ে রাখতে সমগ্র জীবমণ্ডলের প্রয়োজন সেই উপলব্ধি থেকেই নিজেদের মধ্যে বোঝাপড়া করেই একজনের ফল শেষ হলে অন্য বটবৃক্ষে ফল ধরে।

উপরোল্লিখিত স্লোগানে- দেশীগাছ রোপণ অভিযান (Desi Tree Planting Campaign)” চলমান কর্মসূচির অংশ হিসাবে- মুক্তিযুদ্ধে জয়পুহাটের অন্যতম সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাজা চৌধুরী এর নেতৃত্বে অংশগ্রহন করেন অংশ নেন, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল আলীম সরদার, শিশুসাহিত্যিক মুসতাফা আনসারী, সহকারী অধ্যাপক (অবঃ) অচিন্ত কুণ্ড, দেশীগাছ ও জীব বৈচিত্র্য সংরক্ষণ আন্দোলন”-এর উদ্যোক্তা- কৃষিবিদ রতন মণ্ডল, একুশে আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক লেখক লালন হোসেন, অনলাইন একটিভিস্ট সাজেদুর রহমান সুমন, শিক্ষর্থী বাধঁন, মুন্না, রতন, রাব্বিসহ অনেকে।

উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নবজাগরণে পুনরুজ্জীবিত করতে- গতবছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষে উপলক্ষ্য জয়পুরহাটে বধ্যভূমি ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ৫০ টি স্থানে বটগাছের চারা রোপণ কর্মসূচি পালন করে এবং বর্তমানে বট-অশ্বত্থ চারা রোপণ ও বিতরণ কর্মসূচী চলমান রেখেছে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি।