জাপানের রাজধানী টোকিওর উত্তর-পূর্বের ইবারাকি প্রিফেকচারে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (১৯ আগস্ট) সকালে এ ভূ-কম্পন অনুভূত হয়। তবে, তাৎক্ষনিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছে জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ)। খবর এনডিটিভির।
আবহাওয়া সংস্থা জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকালে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
সিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রটি ৩৬ দশমিক ৭ ডিগ্রি উত্তর অক্ষাংশে ১০ কিলোমিটার গভীরে এবং ১৪০ দশমিক ৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, কেন্দ্রীয় টোকিওতেও কম্পন অনুভূত হয়েছে। তবে, ভূমিকম্পের পর কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি।
সম্প্রতি জাপান একটি সম্ভাব্য ‘মেগাকুয়াক’ নিয়ে সতর্কতা জারি করেছিল। কিন্তু, এক সপ্তাহ পরে এ সতর্কতা তুলে নেয়া হয়। গত ৮ আগস্ট দেশের দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের পর এই সতর্কতা জারি করা হয়।
ভূমিকম্পের পর স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। তবে, তাদের সরে যাওয়ার কোনো নির্দেশনা দেয়া হয়নি।