ঢাকাবৃহস্পতিবার , ২৭ জুলাই ২০২৩
  • অন্যান্য

জায়গার সংকুলন নেই, মুগদা হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি করা যাচ্ছে না

নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৭, ২০২৩ ১:৪৭ অপরাহ্ণ । ২৪০ জন

ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য জায়গা সংকুলন না হওয়ায় রাজধানীর মুগদা হাসপাতালে আপাতত আর রোগী ভর্তি করা যাচ্ছে না। ডেঙ্গু আক্রান্ত রোগীকে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী হাসপাতালে কিংবা মহাখালী ডিএনসিসি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

গতকাল বুধবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) অধ্যাপক ডা. আহমেদুল কবীর এ তথ্য জানিয়েছেন।

ডেঙ্গু রোগীর চিকিৎসায় আড়াই হাজার বেড প্রস্তুত করা আছে জানিয়ে তিনি বলেন, মুগদা হাসপাতালে বেড বৃদ্ধি করার আর সুযোগ নেই। সেখানে ম্যাক্সিমাম লিমিট ক্রস করে গেছে। অনুগ্রহ করে সবাইকে জানাবেন যে, মুগদা হাসপাতালমুখী যেন না হয়, কারণ ওখানে বেড নেই।

অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন, সবাই যদি এক জায়গায় যায় তাহলে চিকিৎসা কীভাবে হবে। কুর্মিটোলা হাসপাতালে ২৫০ বেডের মধ্যে ৬০ বেড খালি আছে, আমরা আরও ১০০ বেড বাড়াতে বলেছি। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও ১৫০ বেড, কুয়েত মৈত্রী হাসপাতালেও আরও ১০০ বেড বৃদ্ধি করতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা সার্বক্ষণিক হাসপাতালের পরিস্থিতি মনিটরিং করছি। জায়গা বৃদ্ধি করছি, রোগীকে স্থান দেওয়ার চেষ্টা করছি।