ঢাকাশুক্রবার , ১৩ অক্টোবর ২০২৩
  • অন্যান্য

জয়পুরহাটে তুলসীগঙ্গা নদীর তীরে পরিবেশবান্ধব দেশীগাছ রোপণের আহবান

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৩, ২০২৩ ১০:৪৩ অপরাহ্ণ । ৫৩৯ জন

জয়পুরহাটে তুলসীগঙ্গা নদীর তীরে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে উপযোগী দেশীয় জাতের বিভিন্ন গাছ রোপণের আহবান জানিয়েছে পরিবেশবাদী সংগঠন “দেশীগাছ ও জীববৈচিত্র্য সংরক্ষণ আন্দোলন”। আজ শুক্রবার বিকালে জয়পরহাটের বিলের ঘাট নামক স্থানে একাধিক বটবৃক্ষের চারা রোপণ করার সময় তারা এ আহ্বান জানান।

প্রাচীন ইতিহাস ঐতিহ্যবাহী এই তুলসীগঙ্গা নদী দিনাজপুরের নবাবগঞ্জের নিম্নাঞ্চল উৎপত্তি হয়ে নবাবগঞ্জ, হাকিমপুর, পাচবিবি, জয়পুরহাট সদর, ক্ষেতলাল, বদলগাছী, আক্কেলপুর, আদমদীঘি, নওগাঁ সদরে ছোট যমুনা নদীতে পতিত হয়েছে! মোট দৈর্ঘ্য ১০০ কিলোমিটার হলেও জয়পুরহাটের চারটি উপজেলা দিয়েই বড় অংশ প্রবাহিত হয়েছে।

নদীর নাব্যতা ফিরিয়ে আনতে গত ২০১৯-২০২২ সালে তুলসীগঙ্গা নদী ৫৪ কিলোমিটার খনন করা হয়। তাই বর্তমানে প্রবাহমান এ নদীর দুপারের যে বিশাল জায়গা পতিত রয়েছে সেখানে দেশীয় জাতের গাছ রোপণ করার আহবান জানিয়েছে সংগঠনটি।

সংগঠনের উদ্যোক্তা ও প্রধান নির্বাহী রতন মণ্ডল জানান, সরকারি উদ্যোগে যেসব বিদেশি গাছ রোপণ করে তা আমাদের বাংলার প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এবং পরিবেশের জন্য ক্ষতিকর। তাই এর পরিবর্তে বাংলার বট, পাকুড়, অশ্বত্থ, জাম, তেঁতুল, হিজল, সোনালুসহ নানান জাতের দেশীয় গাছ রোপণ করা জরুরি।

তিনি আরও জানান, যদি সমস্ত তুলসীগঙ্গা নদীর তীরবর্তী এলাকা জুড়ে জাম গাছ রোপণ করে হয় আগামী চার-পাঁচ বছরের মধ্যে ফল দিতে শুরু করবে, যা ভবিষ্যতে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি বিশাল আকারে ফলের বাজারে প্রভাব ফেলবে। শুধু জয়পুরহাট নয় সারাদেশে জাম সরবরাহে অর্থনীতিতে বড় অবদান রাখবে।

তাই জয়পুরহাট জেলা প্রশাসন, জাতীয় নদী রক্ষা কমিশন, বন বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করে এসব কথা বলেন।

“পরিবেশ উন্নয়নে দেশীগাছ, পাখি-পতঙ্গের আহার আবাস”! “দেশীগাছ করলে রোপণ, জীববৈচিত্র্য হবে সংরক্ষণ”! স্লোগানে- দেশীগাছ রোপণ অভিযান (Desi Tree Planting Campaign)” চলমান কর্মসূচির অংশ হিসেবে- একাধিক বটবৃক্ষ রোপণ সম্পন্ন করে।

এতে অংশগ্রহন করেন – ব্যাংকার গোলাম রসুল স্বপন, রুহুল আমিন সাগর, এই সংগঠনের উদ্যোক্তা- কৃষিবিদ রতন মণ্ডল, একুশে আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক লেখক লালন হোসেন, অনলাইন একটিভিস্ট সাজেদুর রহমান সুমন, মোস্তাক আহমেদ, সোহানী বৃষ্টি, সভ্যতা, নুরুল ইসলামসহ অনেকেই।

উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নবজাগরণে পুনরুজ্জীবিত করতে- গতবছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষ্য জয়পুরহাটে বধ্যভূমি ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ৫০ টি স্থানে বটগাছের চারা রোপণ কর্মসূচি পালন করে এবং বর্তমানে বট-অশ্বত্থসহ দেশীগাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচী চলমান রেখেছে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি।