টাঙ্গাইলের কালিহাতীতে কীর্তন থেকে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) ভোরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশে ধলাটেংগর এলাকার ৫ ও ৬ নং ব্রীজ সংলগ্ন রেললাইনের পাশ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
তারা হলেন- উপজেলার দশকিয়া ইউনিয়নের টুনিমগড়া গ্রামের নীল কান্ত মন্ডল (৬০) ও তার স্ত্রী কল্পনা রাণী মন্ডল (৫৫)।
নিহত নীল কান্ত মন্ডলের পিসাত ভাই জানান, গত শুক্রবার রাতে তারা দু’জনে কালিহাতীর রৌহা এলাকায় কীর্তনে গিয়েছিল। পরে তারা বাড়ি না ফেরায় আত্মীয়-স্বজন ও বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে শনিবার ভোরে স্থানীয় এক ব্যক্তি ফোনে জানান ৬নং ব্রিজের রেললাইনের পাশে দুইটি লাশ পড়ে আছে।
এরপর সেখানে গিয়ে দেখতে পাই নীল কান্ত মন্ডল ও তার স্ত্রী কল্পনা রাণী মন্ডলের মরদেহ। পরে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি। পরে দুপুরে স্থানীয় শ্মশান ঘাটে তাদের শেষ কৃত্য সম্পন্ন করা হয়।
এ ঘটনায় টাঙ্গাইলের যমুনা রেল সেতু পূর্ব ইব্রাহীমাবাদ স্টেশন মাস্টার শাহীন মিয়া জানান, ঘটনার পরপরই মরদেহ দুটি পরিবারের লোকজন নিয়ে গেছে। তবে, কোনো ট্রেনে কাটা পড়ে তারা নিহত হয়েছেন তা জানা যায়নি এবং বিষয়টি রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।