লক্ষ্মীপুরে কাঠ বোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মাকসুদুর রহমান আকাইদ (২১) নামে মোটরসাইকেল চালক যুবকের মৃত্যু হয়েছে। এসময় জোবায়ের (২৫) নামে এক যুবক আহত হয়।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে সদর উপজেলার কাদিরার গোজা-করাতিরহাট সড়কের ইকবাল ব্রিকফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আকাইদ লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিণ কালি বাড়ি এলাকার প্রয়াত শিক্ষক মাসুদ শাহাজান ও করাতির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাকসুদা দম্পতির একমাত্র ছেলে। দু’বছর আগে তার বাবাও হার্ট এটাকে মারা যায়। সে ঢাকায় ডিপ্লোমা বিভাগে অধ্যায়নরত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের করাতির হাট সড়কে কাঠ বোঝাই নসিমন গাড়ির (ট্রলি) সঙ্গে আকাইদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরূপ পাল বলেন, হাসপাতালে আনার আগেই সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু হয়েছে।