ঢাকামঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫
  • অন্যান্য

ট্রলি-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৫:৩০ অপরাহ্ণ । ২৫ জন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমখি সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের ঝিল্লিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় (১৭) নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার মধুপুর গ্রামের রতন চৌধরীর ছেলে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, সকাল সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনা মসজিদ সড়কের ঝিল্লিপাড়া এলাকায় মোটরসাইকেলের সঙ্গে একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক হৃদয় চৌধুরী ঘটনাস্থলে মারা যায়। ঘটনার পর ট্রলিচালক পলাতক রয়েছে।