ঢাকাবৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি ২০২৫
  • অন্যান্য

ট্রাকচাপায় ২ মোটরসাইকেলের আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২০, ২০২৫ ১০:১০ পূর্বাহ্ণ । ৯ জন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে নূরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই উপজেলার ব্রাহ্মণডুরা গ্রামের ছাবেদ আলীর ছেলে শাহ আলম (২৬) ও বেনু মিয়ার ছেলে সুয়েম মিয়া (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আগামী শুক্রবার শাহ আলমের বিয়ে হতে চলছিল, এ জন্য দুই বন্ধু বিয়ের বাজার করতে হবিগঞ্জ শহরে যান। কেনাকাটা শেষে সন্ধ্যার দিকে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যায়। এ সময় পেছন থেকে একটি ট্রাক এসে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুয়েম মিয়া মারা যান। গুরুত্বর আহত অবস্থায় শাহ আলমকে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।