ঢাকাসোমবার , ৮ জুলাই ২০২৪
  • অন্যান্য

ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ১

নিজস্ব প্রতিবেদক
জুলাই ৮, ২০২৪ ১২:৩৬ অপরাহ্ণ । ১৬৩ জন

দিনাজপুরের বিরলে আম বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে‌ তারিকুল ইসলাম তারেক (৩৫) নামের একজন নিহত হয়েছেন। সোমবার (৮ জুলাই) সকাল ৬টার দিকে ধামইর ইউনিয়নের দিনাজপুর-বোচাগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তারেক পাবনার সুধানগর থানার লাল মিয়ার ছেলে।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাওলা শাহ জানান, ‘নিয়ন্ত্রণ হারিয়ে দিনাজপুরগামী একটি ট্রাকের রাস্তার পাশে আম গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকের একজনের মৃত্যু হয়। তবে ট্রাকের চালক পলাতক আছেন।’

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধার কাজ সম্পূর্ণ করেছে। এখন যান চলাচল স্বাভাবিক আছে বলেও ওসি জানান।