মাত্র এক সপ্তাহের ব্যবধানে আবারও শাহবাগ অবরোধ করেছেন ট্রেইনি চিকিৎসকরা। ২৫ হাজারের ভাতা ৫০ হাজার করার দাবিতে স্লোগানে উত্তাল রাজপথ।
এক দফা দাবিতে রোববার (২৯ ডিসেম্বর) সকাল থেকেই শাহবাগ অবস্থান নেন সারাদেশ থেকে আসা প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। দুঘণ্টার আলটিমেটাম দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমইউ) প্রধান ফটকে অবস্থান নেন তারা।
যৌক্তিক সমাধান না আসায় বেলা সাড়ে ১১টার দিকে পুলিশি ব্যারিকেড ভেঙে সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। বন্ধ হয়ে যায় যান চলাচল। আন্দোলনকারীদের দাবি, সরকারি চিকিৎসকরা নবম গ্রেডে বেতন পেলেও বৈষম্যের শিকার বেসরকারি ট্রেনের চিকিৎসকরা।
দফায় দফায় আন্দোলনে ২০ হাজারের ভাতা প্রথমে ২৫ এরপর গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ৩০ হাজার টাকা বেতন ভাতা করে প্রজ্ঞাপন দেয় সরকার। সেটি প্রত্যাখ্যান করে অনির্দিষ্টকালের কর্মসূচি পালন করছে ট্রেইনি চিকিৎসকরা। শিগগিরই যৌক্তিক সমাধান না এলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের।
কর্মবিরতির ডাক দিয়ে গত সপ্তাহেও একই দাবিতে সড়ক অবরোধ করেছিলেন চিকিৎসকরা। তাই আশ্বাস নয়, প্রজ্ঞাপন নিয়েই ঘরে ফেরার ঘোষণা আন্দোলনকারীদের।