ডেঙ্গুতে দেশে গত এক দিনে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে এ বছরে মোট মৃত্যু ৬৭ জন। গত ২৪ ঘন্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও ৮২০ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে আরো ২৫০২ জন রোগী।
এদিকে এডিস মশাবাহী এ রোগ নিরোধে নানা উপকরণের মূল্যও বেড়ে গেছে। তবে খুশির খবর হলো, ডেঙ্গু প্রতিরোধে স্বপ্ন-এসিআই বেশকিছু পণ্যে ব্যাপক মূল্য ছাড়ের ঘোষণা দিয়েছে। স্বপ্ন-এসিআই এরোসলে ৩০ শতাংশ ছাড়, হিট এরোসলে ৫০ শতাংশ ছাড়, গুডনাইট এরোসলে ৬০ শতাংশ ছাড় দিয়েছে। পাশাপাশি ঈগল কয়েল ২টি কিনলে একটি ফ্রি দেয়া হচ্ছে। এছাড়া স্বপ্ন সুপার শপে মশারি মাত্র ৩৫০ টাকায় এবং মশা মারার ব্যাট বিক্রি করা হচ্ছে মাত্র ৪৯৯ টাকায়।
রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এইডিস মশা ও তার লার্ভা ধ্বংসের জন্য নানা ধরনের পদক্ষেপ নিয়েছে। এবং সেগুলো কঠোরভাবে বাস্তবায়ন করে যাচ্ছে। তবে এক্ষেত্রে ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই বলে জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। ব্যক্তিগত সুরক্ষার জন্য মশারির ব্যবহার, বসতবাড়ির চারপাশ পরিস্কার পরিছন্ন রাখার কথা বলেছেন তারা।
এবার বর্ষা শুরুর আগে থেকেই এইডিস মশাবাহিত এ রোগের প্রাদুর্ভাব বেড়েছে। এ বছর এইডিস মশা শনাক্তে চালানো জরিপে ঢাকায় মশার যে উপস্থিতি দেখা গেছে, তাকে ঝুঁকিপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। ঢাকা ছাড়াও দেশের প্রায় ৫৩টি জেলায় ছড়িয়ে পড়েছে এডিস মশাবাহিত এ ভাইরাসটি। এ অবস্থায় সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও বাড়ার আশঙ্কা করেছেন তারা।
সব বয়সী মানুষের জন্য আতঙ্কের হলেও শিশুদের অবস্থা সবচেয়ে নাজুক করে ফেলছে ডেঙ্গু। ঈদের ছুটির পর পুরোদমে স্কুল খুললে শিশু ডেঙ্গু রোগী বাড়ার আশঙ্কা করছেন তারা। হাসপাতালের চিকিৎসকরা বলছেন, বর্তমানে জ্বর, মাথাব্যথা, পাতলা পায়খানা, বমিসহ নানা উপসর্গ নিয়ে আসা রোগীদের ডেঙ্গু ধরা পড়ছে।এ জন্য জ্বরের তিন দিনের মধ্যে ডেঙ্গু পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের।