সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। তবে ঢাকা সিটি করপোরেশনের এলাকাগুলোতে কমেছে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। বিগত সময়ে রাজধানীর মুগদা হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা চার কিংবা পাঁচ শতাধিক থাকলেও বর্তমানে এতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা নেমেছে ৩৩০-এ।
মঙ্গলবার (২৯ আগস্ট) সরেজমিনে হাসপাতালটি ঘুরে দেখা যায়, ডেঙ্গু ওয়ার্ডের কিছু বেড খালি রয়েছে। আগের তুলনায় হাসপাতালে চাপও কমেছে কিছুটা। এসময় পুরুষ ও শিশু ওয়ার্ডে রোগী ভর্তি বেশি থাকতে দেখা যায়।
মুগদা হাসপাতালের কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ৫০০ বেডের এই হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ১৬৮ জন। এদের মধ্যে ডেঙ্গু রোগী ভর্তি আছে ৩৩০ জন।
হাসপাতালে ভর্তি ৩৩০ জন ডেঙ্গু রোগীর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ৮৭ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ১ জন ডেঙ্গু রোগীর। এছাড়া ছাড়পত্র পেয়েছে ৭০ জন।
দায়িত্বরত নার্সরা জানান, আগের তুলনায় ডেঙ্গু রোগী কিছুটা কমেছে। আমরা নিয়মিত দেখভাল করছি। কিছু জটিলতা আছে এমন রোগীও আছে। আশা করছি ধীরে ধীরে ডেঙ্গু রোগী আরও কমবে।