ঢাকাবৃহস্পতিবার , ৭ ডিসেম্বর ২০২৩
  • অন্যান্য

ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৭, ২০২৩ ৯:৪৫ অপরাহ্ণ । ১০৬ জন

রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশন থেকে ঢাকা রেলওয়ে স্টেশনে আসার পথে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে লাইনচ্যুত হয় তিতাস কমিউটার ট্রেন। এতে বিকেল পাঁচটা থেকে চার ঘণ্টা যাবত ঢাকা রেলওয়ে স্টেশনের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার।

তিনি বলেন, তিতাস কমিউটার ট্রেন তেজগাঁও স্টেশন ছেড়ে আসার পরপরই এ ঘটনা ঘটে। তারপর থেকেই ঢাকা রেলওয়ে স্টেশনের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ।

ট্রেন চলাচল স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে জানতে চাইলে তিনি বলেন, আমাদের উদ্ধার কাজ চলছে। এখনো বলা যাচ্ছে না কত সময় লাগতে পারে। তবে আমরা আশা করছি দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।