ঢাকাসোমবার , ১৪ আগস্ট ২০২৩
  • অন্যান্য

ঢাকায় ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৪, ২০২৩ ৯:২৩ অপরাহ্ণ । ২৬৭ জন

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার রাতে এই ভূমিকম্প হয়। তাৎক্ষণিকভাবে এতে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যাল্যার্টস সিস্টেমের বরাত দিয়ে গুগল জানিয়েছে, রাত ৮টা ৪৯ মিনিটে ৫ মাত্রার এই ভূমিকম্প হয়।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের কানাইঘাট উপজেলার ৪ কিলোমিটার দূরে ভারত সীমান্তে।

ভূমিকম্পটি বাংলাদেশ ছাড়াও ভারত ও মিয়ানমারে অনুভূত হয়েছে।