ঢাকারবিবার , ১১ আগস্ট ২০২৪

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আদায় শুরু

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১১, ২০২৪ ৫:২৫ অপরাহ্ণ । ৩১ জন

শিক্ষার্থীদের কোটা সংস্কার বিরোধী আন্দোলনের সময় সহিংসতায় টোল প্লাজায় ভাঙচুর ও পুড়িয়ে দেয়ায় বন্ধ থাকা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় আবারও শুরু হয়েছে। তবে আপাতত বন্ধ রয়েছে এক্সপ্রেসওয়ের বনানী ও মহাখালী টোলপ্লাজা। রবিবার (১১ আগস্ট) ঢাকার প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাতা ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের ব্যবস্থাপক হাসিব হাসান খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বনানীর চেয়ারম্যান বাড়ি ও মহাখালী টোলপ্লাজা বাদে বাকি টোলপ্লাজায় টোল আদায় শুরু হয়েছে। বেলা ৩টা থেকে টোল নেয়া হচ্ছে। বিমানবন্দর, কুড়িল, তেজগাঁও, কুড়িল, বনানী-১ প্লাজা ঠিক আছে। এসব প্লাজায় আগের নিয়মে টোল আদায় করা হচ্ছে।

তিনি আরও বলেন, বনানী- (চেয়ারম্যানবাড়ি) এবং মহাখালী প্লাজা আপাতত বন্ধ থাকবে। কোম্পানি যদি সিদ্ধান্ত নেয়, তাহলে পরে সেখানে ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায় চালু করতে পারব।