ঢাকারবিবার , ৪ আগস্ট ২০২৪

ঢাকা-কুয়াকাটা মহাসড়কে ইটসুরকি-লাঠি হাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৪, ২০২৪ ১২:৩৩ অপরাহ্ণ । ৩৮ জন

গণহত্যা, গণগ্রেফতারের প্রতিবাদসহ সরকার পদত্যাগের দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ইটসুরকি ও লাঠি হাতে নিয়ে বিক্ষোভ করছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। রবিবার (৪ আগস্ট) সকালে পটুয়াখালী পৌর শহরের চৌরাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন তারা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ দিকে আন্দোলনকারীরা লাঠিসোটা এবং ইটপাটকেল জড়ো করায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। মিছিল নিয়ে আন্দোলনে যোগ দিয়েছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ। আন্দোলনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে দেখা গেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপদ দূরত্বে নিষ্ক্রিয় ভূমিকায় অবস্থান করছে। বর্তমানে জেলায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, জেলার গুরুত্বপূর্ণ সড়কে পুলিশ মোতায়েন রয়েছে। সকাল থেকে কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।