ঢাকাবুধবার , ২ অক্টোবর ২০২৪
  • অন্যান্য

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২, ২০২৪ ১:১০ অপরাহ্ণ । ২২ জন

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় নায়াগ্রা টেক্সটাইল লিমিটেড নামক একটি পোশাক তৈরির কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন। বুধবার (২ অক্টোবর) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তারা। পরে সেনাবাহিনীর সহায়তায় ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ জানায়, গত আগস্ট মাসের বেতন ১২ সেপ্টেম্বর পরিশোধ করার কথা থাকলেও দফায় দফায় তারিখ নির্ধারণ করে যাচ্ছে কারখানা কর্তৃপক্ষ। এদিকে গত ১৭ দিন যাবত কারখানার উৎপাদন কাজ বন্ধ থাকায় শ্রমিকরা কারখানায় এসেও আবার ফিরে যাচ্ছেন। মঙ্গলবার সকালে কারখানার ভেতরে দিনব্যাপী বকেয়া বেতনের দাবিতে অবস্থান নেয় শ্রমিকরা। এসময় কারখানা কর্তৃপক্ষের সারা না পেয়ে বুধবার সকালে সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

গত কয়েকদিন ধরেই গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিক অসন্তোষ দেখা দিলেও গত দুইদিন ধরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে শ্রমিকরা অবরোধ করে আন্দোলন করছে। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ, শিল্প পুলিশ ও সেনাবাহিনী এসে শ্রমিকদের সঙ্গে কথা বললে অবরোধ প্রত্যাহার করেন তারা।