ঢাকামঙ্গলবার , ৩১ অক্টোবর ২০২৩

বেলজিয়ামে প্রকাশ্যে সিগারেট প্রদর্শন নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩১, ২০২৩ ৮:৫৪ পূর্বাহ্ণ । ৩০৭ জন

তরুণ প্রজন্মকে তামাক থেকে দূরে রাখতে অতিজরুরি ১০ পদক্ষেপ হাতে নিয়েছে বেলজিয়াম। দেশটির সরকার ধূমপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ইতোমধ্যে জনস্বাস্থ্যের স্বার্থে অবিচল সিদ্ধান্ত নেওয়ার জন্য দেশটির স্বাস্থ্যমন্ত্রী ভ্যানডেনব্রুককে সাধুবাদ জানিয়েছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

গত ২৫ অক্টোবর দেশটির সরকার এসব পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে।

তরুণ প্রজন্মকে তামাকমুক্ত রাখতে ঘোষণা দেয়া দেশটির ১০ পদক্ষেপ নিম্নে দেয়া হলো।

১. তামাকজাত দ্রব্য প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে।

২. যেকোনো উৎসব বা সুপারমার্কেটের ৪০০ মিটারের ভিতরে তামাকজাত দ্রব্যের বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।

৩. যেসব জায়গায় শিশু ও যুবকরা উপস্থিত থাকে সেখানে ধূমপান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

৪. যেকোনো গণপরিবহন ও যানবহনে ধূমপানের নিষিদ্ধ করা হয়েছে।

৫. তামাকের ওপর অতিরিক্ত কর আরোপ করা হবে।

৬. ধূমপানের হার কমিয়ে আনতে আইনের প্রয়োগে কঠোর পর্যবেক্ষণ অব্যাহত রাখতে হবে।

৭. ই-সিগারেটের বিষয়ে কঠোর নীতি গ্রহণ করা হবে

৮. নিকোটিন পাউচ নিষিদ্ধ ঘোষণা করা হলো।

৯. কিকিৎসার ক্ষেত্রেও নিকোটিনের ব্যবহার বন্ধ করা হলো।

১০. সব ধরনের তামাকজাত দ্রব্য এবং অনুরূপ পণ্যের ওপর আইন আরও প্রসারণ করা হবে।