ঢাকামঙ্গলবার , ১ অক্টোবর ২০২৪

তাইওয়ানের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘ক্রাথন’

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১, ২০২৪ ৩:০৮ অপরাহ্ণ । ২৮ জন

তাইওয়ানের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন ক্রাথন। মঙ্গলবার এই ঘূর্ণিঝড় প্রধান নদীবন্দর কাওশিউংয়ের কাছে আছড়ে পড়তে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

এই সময়ে বাতাসের একটানা গতিবেগ হতে পারে ঘন্টায় ১৯৮ কিলোমিটার। ক্যাটাগরি-৩ এর সমতুল্য এই ঘূর্ণিঝড় ক্রমশ শক্তিশালী হয়ে ঝড়ো হাওয়াসহ ঘন্টায় ২৪৫ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে। তাইওয়ানের কাওশিউং থেকে এএফপি এই খবর জানায়।

দ্বীপ দেশটির প্রেসিডেন্ট সকর্ত করে দিয়ে এই ঘূর্ণিঝড়কে ‘ভয়াবহ ক্ষতির’ কারণ হতে পারে বলে মনে করছেন। ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই মঙ্গলবার দ্বীপের দক্ষিণাঞ্চল থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থনে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।

তাইওয়ান সরকার দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের অফিস আদালতসহ স্কুলগুলো বন্ধ ঘোষণা করেছেন।

এদিকে তাইওয়ানের স্বরাষ্ট্র মন্ত্রনালয় জানিয়েছে, পূর্ব সতর্কতামুলক ব্যবস্থা হিসেবে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে ৭ হাজার ৭শ’ লোককে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট লাই চিং-তে সতর্ক করে বলেছেন, টাইফুন ক্রাথন ‘অনিবার্যভাবে ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে।’

তিনি এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ক্রাথনের গতিপথ তুলনামুলকভাবে ব্যতিক্রম। এটা দক্ষিণ দিক দিয়ে প্রবেশ করে এবং পূর্ব দিকে বেরিয়ে যায়। এজন্য আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে।’

প্রতিরক্ষা মন্ত্রনালয় জানিয়েছে, ত্রাণ সামগ্রী বিতরনের জন্য প্রায় ৪০ হাজার সৈন্য প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া বেশকিছু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।